ডেন্টালে ভর্তির আবেদন শুরু, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত
সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোর বিডিএস কোর্সে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ভর্তির আবেদন প্রক্রিয়া ১৫ জানুয়ারি শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট। এবং প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট) ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি। আগামী ৮ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। এবার পরীক্ষার ফি ধরা হয়েছে ১০০০ টাকা। যা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। আসন্ন ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নম্বর কাটা হবে ৫ ও ১০ নম্বর।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, এবং নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।