দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন, চবি উপাচার্যকে নোটিশ
চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এই বিজ্ঞাপন কয়টি প্রকাশ ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তার তথ্য চেয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি। বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়া হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর সই করা এক চিঠিতে এই অনুরোধ করা হয়েছে।
বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নজরে এলে সংস্থাটি বলেছে, এই বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তার তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি।
পত্রিকায় ছাপানো চবি উপাচার্যের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় বলা হয়, বীর চট্টলার দুই কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করায় করায় বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি।
আরও বলা হয়, আপনাদের সুযোগ্য নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ রূপকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
এএম/