বাড়ি ফেরা হলো না সুপ্রিম কোর্টের আইনজীবীর
রাজধানীর কাকরাইল মোড়ে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পল্টন থানার কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিকে জব্দ করে চালককে আটক করা হয়েছে।
মোখলেসুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানায়। তিনি মুগদাপাড়া নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের ছেলে শামস ইবনে রহমান বলেন, আমার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী (ইনকাম ট্যাক্স) ও দুর্নীতি দমন কমিশনের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। পুরনো পল্টন ইব্রাহিম ম্যানসনে তার চেম্বার।
তিনি জানান, সন্ধ্যায় চেম্বার শেষে বাসায় ফিরছিলেন তার বাবা। আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাকরাইল মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। তখন পেছন থেকে দ্রুতগতির একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস তাকে ধাক্কা দিলে, তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই সফিজ উদ্দিন বলেন, কাকরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি আগে একটি গাড়িকে ধাক্কা মেরে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাচ্ছিল। তখনই মোখলেসুর রহমানকে ধাক্কা মারেন। প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুধবার দিবাগত রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।