দেশজুড়ে

শীতের কারণে পঞ্চগড়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীতের কারণে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামায় জেলার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস পৃথক পৃথক চিঠি ইস্যু করে পাঠদান বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ জামান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক।

তবে চিঠি ইস্যুর বিষয়টি দেরিতে জানাজানি হয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সকাল থেকে চলে পাঠদান। তবে পাঠদান বন্ধের বিষয়টি জানাজানি হওয়ার পর প্রাথমিকসহ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ করে দেয়া হয় পাঠদান কার্যক্রম।

সদর উপজেলার মালাদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, সকাল থেকে আমাদের বিদ্যালয়ে পাঠদান চলেছে। তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরে জানতে পারলাম শীতের কারণে বিদ্যালয় গুলোতে পাঠদান বন্ধ রাখতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চিঠি ইস্যু করেছে। পরে আমরা চিঠি পেয়ে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।

জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চন্দ্র রায় বলেন, শীতের কারণে পঞ্চগড়ের মানুষজন সহ শিক্ষার্থীরা খুব ভোগান্তিতে পড়েছে। শীতে ক্লাস নিতে আমাদেরই কষ্ট হয়। শিক্ষার্থীদের তো আরো বেশি কষ্ট হয়। সকাল থেকে আমাদের পাঠদান চলেছে।  তবে  বৃহস্পতিবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলায় পাঠদান বন্ধ রাখতে মাধ্যমিক শিক্ষা অফিস চিঠি ইস্যু করেছে শুনেছি। তবে চিঠি হাতে এখনো পাইনি। আমাদের বই বিতরণ চলছে তো তাই স্কুল খোলা আছে। তবে শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি চলে যাচ্ছে।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ জামান বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির তাপমাত্রা নামলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান বন্ধ রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। সে কারণে আমরা বৃহস্পতিবার বিদ্যালয় গুলোতে পাঠদান বন্ধ রাখতে চিঠি ইস্যু করেছি। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা থাকবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলায় পাঠদান বন্ধ রয়েছে। তবে অফিস খোলা থাকবে। এছাড়া সামনের দিনগুলোতে তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে থাকে তাহলে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন