বাংলাদেশ

হামজা-রুস্তম ব্যর্থ, এখন অপেক্ষা প্রত্যয়ের!

২৮০ টনের ডুবন্ত ফেরি রজনীগন্ধা উদ্ধারে যৌথভাবে ব্যর্থ হয়েছে ১২০ টন সক্ষমতার উদ্ধারকারী জাহাজ হামজা-রুস্তম। এখন শেষ ভরসা ২৫০ টন সক্ষমতার উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ছাড়া রুস্তম ও হামজা দিয়ে ফেরিটি উদ্ধার সম্ভব নয় জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর পরিচালক মো. শাহজাহান।

এ পরিচালক আরও জানান, রজনীগন্ধার ওজন ২৮০ টন। আর উদ্ধারকারী ২ জাহাজের গড় সক্ষমতা ১২০ টন। নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় এসে পৌঁছানোর পর, তিন জাহাজের যৌথ চেষ্টার পরই ফেরিটি উদ্ধারের মূল কার্যক্রম শুরু হবে।

এর আগে , ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাসহ যানবাহন উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে পৌঁছান ডুবুরি দলের সদস্যরা। ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম পৌঁছানোর পরই কাজ শুরু করে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুরুতেই ডুবে থাকা যানবাহনগুলো উদ্ধারে কাজ শুরু করেন তারা। তবে শীতের কারণে ঠান্ডা পানিতে বেশ বেগ পেতে হয় তাদের।

এদিকে, উদ্ধার কাজে ধীরগতির দাবি করে, ডুবে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানের মালামালগুলো নষ্ট হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, ট্রাকে ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী রয়েছে।

প্রসঙ্গত, গেলো বুধবার ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা  যানবাহনসহ ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন