রাজনীতি

সরকার লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে : ড. মঈন খান

সরকার লুটপাট করে বাংলাদশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পরিশ্রম করে এ দেশের মানুষ উপার্জন করে ট্যাক্স দেয় তবুও তাদের মাথার ওপরে ৩০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে।বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্যে। এ দেশের গনতন্ত্র আজ মৃত। বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. মঈন খান।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাত শেষে এ মন্তব্য করেন।

মঈন খান বলেন,তাদের আন্দোলন চলমান আছে,নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

টিআইবি আর বিএনপির বক্তব্য এক, আওয়ামী লীগের এমন বক্তব্যে তিনি বলেন, কোন দেশ, কোন সরকার বলে নাই, নির্বাচন সুষ্ঠু হয়েছে। টিআইবি যা বলছে ‘সেটি জনগণের জনমতের প্রতিফলন’।

স্থায়ী কমিটির আর এক সদস্য নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের যে আদর্শ সেটি নষ্ট করা হচ্ছে, তার মাধ্যমে প্রতিষ্ঠিত গণতন্ত্র আজ নেই। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লড়াই চলছে।

প্রসঙ্গত, এসময়ে লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন