ফুটবল

অ্যাটলেটিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় রিয়ালের

গেল ১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিলো রিয়াল মাদ্রিদ। সপ্তাহখানেক পরেই ‘মাদ্রিদ ডার্বি’তে সেই হারের প্রতিশোধ নিলো অ্যাটলেটিকো মাদ্রিদ।

কোপা দেল রে শেষ ষোলোর ম্যাচে ৬ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল। টানা দুই মাদ্রিদ ডার্বিতে এ নিয়ে গোল হলো মোট ১৪টি।

শুক্রবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকে দুই দল। ৩৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে উইঙ্গার স্যামুয়েল লেনোর গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাকের ভুলে সমতায় ফেরে রিয়াল।

৫৭ মিনিটে আলভারো মোরাতার গোলে ফের এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৮২ মিনিটে রিয়ালকে ফের সমতায় ফেরান হোসেলু। দুইবার সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান (১০০ মিনিট) ও রদ্রিগো রিকেলমের (১১৯ মিনিট) গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল। এ মৌসুমে কার্লো আনচেলত্তির দল হেরেছে দুই ম্যাচ; দুটিই আতলেতিকোর বিপক্ষে তাঁদেরই মাঠে।

এ সম্পর্কিত আরও পড়ুন