এবার বাড্ডায় অভিযানের খবরে পালালেন ব্যবসায়ীরা
এবার ঢাকার বাড্ডায় খাদ্য মন্ত্রণালয়ের অভিযানের খবরে চালের দোকান বন্ধ করে পালিয়ে গেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার কারওয়ান বাজারেও অভিযানের সময় দোকান খোলা রেখেই পালিয়ে যান ব্যবসায়ীরা। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নজরদারি করছে খাদ্য মন্ত্রণালয়।
শনিবার (২০ জানুয়ারি) উত্তর বাড্ডা এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জয়নাল আবেদিন।
তিনি বলে, অভিযানের ফলে মিলার পর্যায়ে দাম কমা শুরু হয়েছে। তবে খুচরা পর্যায়ে নতুন চাল না আসায় এখনো প্রভাব পড়েনি। তারা মনে করছেন মিলার ও খুচরা পর্যায়ে দু একদিনের মাঝে প্রভাব পড়বে।
দোকান বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন,তাদের অভিযান চলমান থাকবে। আজ জেনে গেছে বলে বন্ধ করেছে। তবে সামনের দিনগুলোতে না জানিয়েই অভিযান চালানো হবে।
বাড্ডায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া অভিযানে ৩টি চালের দোকানে অভিযান চালানো হয়েছে। তবে অসংগতি না থাকায় জরিমানা করা হয়নি কাউকে।
প্রসঙ্গত, এর আগে গেলো বুধবার মন্ত্রণালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চাল ব্যবসায়ীরা। তখন চারদিনের মধ্যে চালের দাম কমানোর প্রতিশ্রুতি দেন তারা।