ক্রিকেট

চট্টগ্রামকে হারিয়ে আসর শুরু করলো খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলায় চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

শনিবার (২০ জানুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। তানজিদ হাসান তামিম ১৯, নাজিবুল্লা জাদরান ২৪ এবং শহিদুল ইসলাম ৪০ রান ব্যতীত কোন ব্যাটার তেমন রান করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই ১২১ রানে গুটিয়ে যায় তারা।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় এবং ইভেন লুইস। তবে ৬ বলে ১২ রান করে লুইস আউট হলে, ৮ বলে ৯ রান করে ফিরে যান বিজয়। এরপর ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ ১১ বলে ৯ রান করে ফিরে গেলে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে খুলনা শিবিরে হাল ধরেন আফিফ হোসেন।

দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ে পথে এগিয়ে জেতে থাকে খুলনা। ২৬ বলে ২৮ রান করে আফিফ আউট হলে, ৩ রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে দলকে জয়ে পথে এগিয়ে নেন জয়। ৪৪ বলে ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয় আউট হলে, ফাহিম আশরাফের অপরাজিত ১৫ রানে ভর করে ৯ বল এবং চার উইকেট হাতে থাকতে জয়ে বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।

 

এ সম্পর্কিত আরও পড়ুন