আর্কাইভ থেকে বাংলাদেশ

মোসাদ্দেককে ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে : মুমিনুল

আঙুলে চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন স্পিনার নাঈম হাসান। তার বদলে হিসেবে নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। সোমবার (২৩ মে) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে, তাই মোসাদ্দেকের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। 

দীর্ঘদিন পর টেস্ট খেলার দ্বারপ্রান্তে মোসাদ্দেক। ২০১৯ সালে সবশেষ  সাদা পোশাকে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তাও  আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ইনিংসে অপরাজিত ৪৮ আর দ্বিতীয় ইনিংসে করেন ১২ রান। এরপর তাকে আর দেখা যায় জাতীয় দলের টেস্ট স্কোয়াডে।  

চট্টগ্রাম টেস্টে চোটের কারণে মেহেদী হাসান মিরাজ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন নাঈম হাসান। পরবর্তীতে মোসাদ্দেক হোসেন সৈকতকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে মূল একাদশে খেলেন নাঈম। করেন ক্যারিয়ার সেরা বোলিংও। ১০৬ রানে নেন  ৬ উইকেট। তবে নাঈমের ইনুজরি নিয়ে ছিটকে পড়ায় এবার মোসাদ্দেকের সুযোগ হতে যাচ্ছে।  

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে  রোববার (২২ মে) মোসাদ্দেককে নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের টেস্ট  অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আপনি কীভাবে নিশ্চিত হলেন মোসাদ্দেকই খেলবে? এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ পরক্ষণেই মুমিনুলের ভাষ্য, ‘হয়তোত ওর খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন- তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়ত একটু ভিন্ন হবে।’

মুমিনুল আরো  যোগ করেন, ‘বোলিংয়ে মোসাদ্দেককে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। যদিও মোসাদ্দেকের মত অলরাউন্ডার মিরাজ বা নাঈমের মত স্পিন বিভাগ সামলাতে পারবেন না, তা দ্বিধাহীনভাবেই বলা যাচ্ছে। তবে মিরাজ বা নাঈমের চেয়ে ব্যাটিং ইউনিটকে বেশি দৃঢ়তা এনে দিতে পারবেন।’ 

দলের চিত্র বলছে, একাদশে মোসাদ্দেকের মত ব্যাটিং অলরাউন্ডারের যতটা প্রয়োজন ছিরো তার চেয়েও বেশি প্রয়োজন ছিলো কোনো স্পিন বোলিং অলরাউন্ডারের। তবে যেহেতু স্কোয়াডে মোসাদ্দেক ছাড়া বিকল্প নেই, মুমিনুল তাই মোসাদ্দেকেই আস্থা রাখার কথা জানালেন ইঙ্গিতে।

দ্বিতীয় টেস্টে সোমবার (২৩ মে) মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। দু’দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে উভয় দল।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন