বাংলাদেশ

রামসেবায় বিভোর কঙ্গনা, মন্দির ধুয়ে সাফ অভিনেত্রীর

অযোধ্যায় রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের জন্য সারা মাস জুড়েই চলছে সাজ সাজ রব। নানা রকম প্রস্তুতি নেয়া হচ্ছে বিভিন্ন স্তরে। ইতোমধ্যেই রামলালার মূর্তির ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। দর্শনার্থীরা পৌঁছে যাচ্ছেন অযোধ্যায়। দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা শুরু হয়ে গেছে। বিশেষ দিনের জন্য আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন মহল থেকে বাছাই করা কিছু ব্যক্তি। বলিউড থেকে যে সব তারকারা আমন্ত্রিত, তাদের মধ্যে অন্যতম হলেন কঙ্গনা রানাউত। সোমবার, রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র এক দিন আগেই অযোধ্যা পৌঁছে গেছেন তিনি। সেখানে গিয়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন কঙ্গনা। রামজন্মভূমির মাটি ছুঁয়ে কঙ্গনা বলেন, ‘নিশ্চয়ই পূর্বজন্মে কোনও পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।’

চোখে রোদচশমা। পরনে কাঞ্জিভরম। গা ভর্তি সোনার গয়না। হাতে ঝাড়ু নিয়ে পানি দিয়ে মন্দির চত্বর ধুয়ে মুছে সাফ করছেন কঙ্গনা রানাউত। তবুও বলিউড অভিনেত্রীর আক্ষেপ, ‘যেমনভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম, তেমনটা আর পারলাম কোথায়?’

অভিনেত্রীর বলেন, ইতোমধ্যেই এখানে এত ভিড় হয়েছে যে, যেভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, সেটা পারলাম না। গোটা অযোধ্যা ফুলের সাজে সেজে উঠেছে। মনে হচ্ছে যেন, রামজন্মভূমি সত্যিই দেবলোকে পরিণত হয়েছে।

অযোধ্যা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, ‘যাঁরা রামজন্মভূমিতে আসবেন, তারা পুণ্য লাভ করবেন। এটাই আমাদের দেশের সব থেকে বড় তীর্থক্ষেত্র। ঠিক যেমন ভ্যাটিক্যান সিটি। অযোধ্যাধাম আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবতী যে, ভগবান শ্রীরাম এখানে তাঁকে পুজো দেয়ার সুযোগ করে দিয়েছেন।

শুক্রবার রামমন্দির থেকে কষ্টিপাথরের মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাউত। তার শৈশবের কাল্পনিক রামলালার সঙ্গে নাকি মন্দিরের ‘মর্যাদা পুরুষোত্তমে’র মিল খুঁজে পেয়েছেন তিনি।

#WATCH | Uttar Pradesh: Actress Kangana Ranaut participates in cleanliness drive at Hanuman Garhi Temple in Ayodhya.

She is in Ayodhya to attend the Pran Pratishtha ceremony tomorrow. pic.twitter.com/LpElT3ROdf

— ANI (@ANI) January 21, 2024

এ সম্পর্কিত আরও পড়ুন