ক্রিকেট

আইসিসির বর্ষসেরা দলে বাংলাদেশের নাহিদা

২০২৩ সালে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার শিকার করেছেন ২০ উইকেট, যা ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলাফল হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কারও জিতেছিলেন এই বাঁহাতি স্পিনার ।

আজ মঙ্গলবার ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে রাখা হয়েছে একজন করে।

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন নাহিদা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হলে সুপার ওভারে বোলিং করতে এসে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন নাহিদা। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন ৩টি। ভারতের বিপক্ষে সিরিজেও ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন