আইন-বিচার

আদালত থেকে লোহার খাঁচা সরানোর নির্দেশনা চেয়ে রিট

বিচারিক (নিম্ন) আদালতের এজলাসকক্ষ থেকে লোহার খাঁচা অপসারণে হাইকোর্টের নির্দেশনা চেয়ে ১০ আইনজীবীর পক্ষে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৩জানুয়ারি)  ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের  আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই রিটটি করেন।

রিটের আদালত কক্ষে লোহার খাঁচা স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এরই মধ্যে স্থাপিত লোহার খাঁচা অপসারণ করে কাঠের ডক কেন প্রতিস্থাপন করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

যেসব আদালত ও ট্রাইব্যুনালে এ ধরনের লোহার খাঁচা স্থাপন করা হয়েছে, তার একটি তালিকা হাইকোর্টে দাখিলের অর্ন্তর্বতীকালীন আদেশ চাওয়া হয়েছে রিটের প্রার্থনায়।

রুল হলে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকা আসামিদের আদালত কক্ষে লোহার খাঁচায় না ঢোকানোর জন্য রিটের প্রার্থনায় অর্ন্তর্বতীকালীন আদেশ চাওয়া হয়েছে।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে এ ধরনের লোহার খাঁচা অতীতে ছিল না। বর্তমানে প্রায় শতাধিক আদালতে এই ধরনের খাঁচা বিদ্যমান, যার সিংহভাগ ঢাকায় অবস্থিত।

তিনি আরও বলেন, এ ধরনের খাঁচা ব্যবস্থা সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ (৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে বলা আছে, কারও সঙ্গে নিষ্ঠুর-অমানবিক আচরণ করা যাবে না। অথচ, এই খাঁচা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর, অমানবিক ও বর্বর আচরণ করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে এর আগে বিচারিক আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরাতে গত ১৬ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রতি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এই ১০ আইনজীবী। কিন্তু কোন সারা না মেলায় আজ রিট করেন এ ১০ আইনজীবী।

এ সম্পর্কিত আরও পড়ুন