বাংলাদেশ

২৫০ টনের প্রত্যয় উদ্ধার করলো রজনীগন্ধাকে

২৫০ টন সক্ষমতা নিয়েও কৌশল প্রয়োগ করে ডুবে যাওয়ার ৭ দিন পরে প্রায় ৩০০ টন ওজনের  ফেরি রজনীগন্ধাকে উদ্ধার করলো জাহাজ প্রত্যয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেরি রজনীগন্ধাকে উদ্ধার করে প্রত্যয়। বিষয়টি নিশ্চিত করেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের অধিনায়ক জনাব ওবায়েদ।

তিনি বলেন, শুরুতেই তারা ডুবে যাওয়া ফেরির হ্যাচে (খোল) বাতাস ঢুকান। ফলে ফেরিটির কিছুটা ওজন হালকা হয়। এরপরে তারা এয়ারলিফটিং ব্যাগ ঢুকিয়ে আরও ৩০ টন ওজন কমিয়ে দেন। পরে ফেরিটির ওজন উদ্ধারকারী জাহাজের সক্ষমতার ভিতরে আসলে তারা আজ টেনে তুলেন।

ওয়াহেদ আরও বলেন, তিনি এসে জানতে পারেন ডুবে যাওয়া ফেরির ওজন ২৮০ টন। তাই কৌশল প্রয়োগ করে উদ্ধারকারী জাহাজের সক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়। ফেরিটিকে বর্তামানে টেনে নদীর ডান তীরে নিয়ে যাওয়া হবে।

ফেরিটি উদ্ধারে উচ্ছ্বাস প্রকাশ করে ডুবুরি মাসুম বলেন, শীতের মধ্যে গত এক সপ্তাহ ধরে যে কষ্ট তারা করেছেন সেটি আজ স্বার্থক হয়েছে। তীব্র স্রোত এবং ঠান্ডা পানি ও বাতাস এর প্রতিকূলতা মোকাবেলা করে তারা উদ্ধারকাজ সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, গতকাল এ দুর্ঘটনায় একমাত্র নিখোঁজ ব্যক্তি দ্বিতীয় ইঞ্জিন মাস্টার এর লাশ উদ্ধার করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন