দেশজুড়ে

ঘন কুয়াশায় আচ্ছন্ন সিরাজগঞ্জ

তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সিরাজগঞ্জ। এ জেলার বাঘাবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের শাহজাদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এদিকে, সিরাজগঞ্জের তাড়াশ আঞ্চলিক আবহাওয়া অফিসে সকাল ৬টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া।

অন্যদিকে, তাপমাত্রা নেমে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষেরা। হাড়কাঁপানো শীতের কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন