ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, ৬৫ যুদ্ধবন্দির মৃত্যু
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ভেতর থাকা ৬৫ জন যাত্রীসহ মোট ৭৪ জন মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সেদেশের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।
দুর্ঘটনায় বিমানটির ভেতরে থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।