ডাক্তার হতে প্রতি আসনে লড়বেন ১৯ জন
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এতে আবেদন পড়েছে এক লাখ চার হাজার ৪৪টি। সে হিসাবে আসনপ্রতি প্রায় ১৯ জনের মধ্যে প্রতিযোগিতা হবে।
বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শেষ, তবে আজ বুধবার (২৪ জানুয়ারি) রাত পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, এক লাখ চার হাজার ৪৪টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে আসনপ্রতি প্রায় ১৯ জনের মধ্যে প্রতিযোগিতা হবে। যেহেতু টাকা জমা দেওয়ার সময় এখনও বাকি আছে, তাই হয়ত সংখ্যাটা আরো কিছু বাড়তে পারে।
মহিউদ্দিন মাতুব্বর বলেন, আবেদন কম পড়েছে এটা বলা যাবে না। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের মোট আসনসংখ্যা অনুযায়ী যথেষ্ট আবেদন পড়েছে। যাদের চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই তারা হয়ত আবেদন করেনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় নয়জন পরীক্ষায় বসবেন।