দেশজুড়ে

আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

আবারও রাজধানীর ঢাকা কলেজ এবং  সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)  কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

শিক্ষার্থীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।

খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এসময়ে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজিত শিক্ষার্থীরা  একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনাটি নিয়ে বসেছেন। তাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে অধ্যক্ষের অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, সংঘর্ষের সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।পাশাপাশি ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন