আন্তর্জাতিক

অসুস্থ অবস্থায় সেবা করেনি সন্তানেরা,সম্পত্তি কুকুর-বিড়ালকে দিলেন মা

অসুস্থ হয়ে পড়লে কিংবা স্বাভাবিক সময়েও মা কে দেখতে আসেন না এবং সেবাযত্ন করেন না সন্তানরা। কেবল পোষা প্রাণীই মা এর কাছে থাকে। সন্তানদের আচরণে বিরক্ত হয়ে নিজের পোষ্য কুকুর ও বিড়ালের নামে তার ২৮ লাখ ডলারের সম্পত্তির পুরোটাই লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সন্তানদের মা লিউ।

বুধবার (২৪ জানুয়ারি) হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে লিউ নামের সাংহাইয়ের ওই নারী এক উইলের মাধ্যমে তার সব অর্থ ও সম্পত্তি তিন সন্তানকে দিয়ে দেন। কিন্তু পরবর্তী নিজের এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

বেইজিংয়ে চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রধান কার্যালয়ের কর্মকর্তা চেন কাই বলেছেন, লিউ তার সব সম্পত্তি পোষ্য কুকুরকে দেওয়ার পরিকল্পনা করেছেন। তবে দেশের আইনে এটার অনুমোদন নেই।

এদিকে কেবল উইল পরিবর্তন করেই থামেননি লিউ, একটি ভেটেরিনারি ক্লিনিককে তার কুকুর বিড়ালের উত্তরাধিকারের প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ লিউয়ের কুকুর-বিড়ালের দেখভালের দায়িত্বে রয়েছে।

চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের পূর্ব চীন শাখার একজন প্রতিনিধি বলেছেন, লিউকে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির আগে তার সব অর্থ ক্লিনিকের হাতে হস্তান্তরের বিপদ সম্পর্কেও সতর্ক করে দেয়া হয়েছে।

তারা  লিউকে বলেছেন, যদি সন্তানরা তার প্রতি মনোভাব পরিবর্তন করেন, তাহলে যেকোনও সময়ে তিনি আবারও উইলে পরিবর্তন আনতে পারবেন।

প্রসঙ্গত, বয়স্ক এই নারীর ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন। অনেকেই তার এই ধারণার প্রতি সমর্থনও জানিয়েছেন। তবে কেউ কেউ বিরোধিতাও করেছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন