আন্তর্জাতিক

পুরুষ হতে গিয়ে জানলেন তিনি গর্ভবতী!

নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার সময় নিজেকে অন্তঃসত্ত্বা হিসেবে জানলেন ইতালির এক রুপান্তরকামী নারী। পুরুষ হওয়ার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে দেশটির একটি হাসপাতালে জরায়ু অপসারণে অস্ত্রোপচার করতে গেলে, তিনি ৫ মাসের গর্ভবতী বলে জানান চিকিৎসকরা।

গেলো মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাকির্ন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাব্লিকায়  জিউলিয়া সেনোফন্তে নামের এক চিকিৎসক জানিয়েছেন, মার্কোর (ছদ্মনাম) অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর তাদের প্রথম কাজই ছিল অবিলম্বে তার হরমোন থেরাপি বন্ধ রাখা।

তবে জেন্ডার থেরাপির বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অবস্থায় রূপান্তরকামী ওই নারীর ভ্রূণটি ঝুঁকিতে পড়তে পারে।

লা রিপাবলিকা আরও জানিয়েছে, সবকিছু জানার পর সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কো। তবে জন্মধাত্রী হিসেবে শিশুটির জৈবিক মা হলেও, আইনগতভাবে ওই সন্তানের বাবা হিসেবে নিবন্ধিত হবেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কিছু রূপান্তরকামী নারী সন্তান জন্ম দিলেও ইতালিতে এমন ঘটনা নজিরবিহীন।

এ সম্পর্কিত আরও পড়ুন