জাতীয়

'তারেকসহ সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনার উদ্যোগ শক্তিশালী করা হবে'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা দেশের আদালতে সাজাপ্রাপ্ত তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। আজ ও আগামীকাল নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনটেরের চিঠির বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মামলার কাগজপত্র দেখে আমি যতদূর জানি, বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা- সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সে জন্য সেখানে প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন