রাজনীতি

‘সরকারের বিদায় ঘণ্টা বাজাতে মাঠে নেমেছে বিএনপি’

সরকারের বিদায় ঘণ্টা বাজাতে মাঠে নেমেছে বিএনপি। আওয়ামী লীগ  প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি করেছে,দেশকে বিভাজন করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। বললেন,  দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে  কেন্দ্রীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ এই সরকারকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা গায়ের জোরে, পুলিশ দিয়ে, রাষ্ট্রীয় শক্তি দিয়ে যে নির্বাচন করেছে জনগণ তা চায়নি। এজন্য সাধারণ মানুষ নির্বাচন বর্জন করেছে।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড়ও বাড়তে থাকে।

এসময়ে  স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

উল্লেখ্য, সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও  অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন