আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার জেমস-মাইলসের

কপিরাইট আইনে বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছেন নগরবাউল জেমস এবং মাইলসের সাফিন-হামিন।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুই বাদী জেমস ও হামিন আহমেদ মামলা প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী মো. মতিউর রহমান।

তিনি জানান, বাদীরা স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ আদালতকে বলেন, ভুল বোঝাবুঝির জন্য মামলা দায়ের করা হয়। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না।

মামলার অপর আসামিরা হলেন, বাংলালিংকের প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন