বিএনপি

‘পাল্টা কর্মসূচি দিয়ে কালো পতাকা মিছিল প্রতিহত করা যাবে না’

ক্ষমতাসীনরা ১৫ বছর ধরে কলঙ্কিত করে রেখেছে মহান সংসদ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে কালো পতাকা মিছিল প্রতিহত করা যাবে না। মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (২৮ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি মঞ্চস্থ হওয়া নাটকের সংসদ সদস্যরা অধিবেশনে বসবেন। যতই শক্তিশালী হোন না কেনো সরকারের পায়ের তলায় মাটি নেই। আপনারা গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করেন না।

তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচনকে বৈধতা দেয়নি। অবৈধ সংসদ বাতিল করুন। নির্দলীয় সররকারের অধীনে নির্বাচন দিতে হবে।

এসময় খালেদা জিয়াসহ সকল কারানবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান, বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

এ সম্পর্কিত আরও পড়ুন