আর্কাইভ থেকে বাংলাদেশ

২৩ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

শ্রীলঙ্কার ১৪১ রান তাড়া করতে গিয়ে শুরুতেই চার উইকেট নেই বাংলাদেশের। আসা আর যাওয়ার মধ্যে ৯ ওভার খেলেই সাজ ঘরে স্বাগতিক চার ব্যাটার।

শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর নিয়ন্ত্রিত বোলিং আর বাংলাদেশি ব্যাটারদের পতন, প্রথম ইনিংসের চিত্রনাট্যই ফের নে করিয়ে দিচ্ছে।

নিজেদের প্রথম ইনিংস শেষে ১৪১ রানের লিড পেয়েছিল শ্রীলঙ্কা। সেই বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রানের খাতায় শূন্য রেখেই বিদায় নেন তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। দুই রান করে সাজ আসেন নাজমুল হোসেন শান্ত। আর প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার মাহমুদুল হাসান জয় এই ইনিংসে ১৫ রান করে মাঠ ছেড়েছেন।

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হয় সফরকারী শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংস থেকে ১৪১ রানের বড় লিড পেয়েছে লঙ্কারনরা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ৩৬৫ রান।

এই ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ১৪৫ ও দিনেশ চান্ডিমাল ১২৪ রান করেন।

বাংলাদেশের সাকিব আল হাসান ৯৬ রানে ৫ উইকেট নেন। এবাদত হোসেন ১৪৮ রানে ৪টি উইকেট নেন।

শেষ পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন