ক্রিকেট

মারামারি করায় পাকিস্তানের তিন ক্রিকেটার নিষিদ্ধ

মারামারির ঘটনায় জড়িত থাকায় পাকিস্তানের তিন নারী ক্রিকেট দলের খেলোয়াড়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির তথ্যমতে, রাওয়ালপিন্ডিতে চলমান ন্যাশনাল উইমেন্স টি–টোয়েন্টি টুর্নামেন্টে এই ঘটনায় জড়িত ছিলেন সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল। সম্প্রতি টিম হোটেলে নিজেদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আয়েশাকে প্রহার করেন সাদাফ ও ইয়ুসরা। একটি আঘাতে আয়েশার নাক থেকে রক্তও ঝরে।

প্রথমে এ ঘটনা কাউকে জানায়নি আয়েশা। দুই দিন পর পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালে তাঁকেসহ ঘটনায় জড়িত তিনজনকেই সাময়িক নিষিদ্ধ করে সংস্থাটি। পরবর্তী নির্দেশনার আগপর্যন্ত তাঁদেরকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে।

পুরো ঘটনার তদন্ত করতে পিসিবির নারী ক্রিকেটের চেয়ারপারসন তানিয়া মালিক টুর্নামেন্টস্থল রাওয়ালপিন্ডিতে গেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন