‘রওশনের ঘোষণা আমলে নিচ্ছি না’
জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, একে আমলে নিচ্ছে না জাতীয় পার্টি (জাপা)। দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই। বললেন জাপার মহাসচিব মুজিবুল হক ।
রোববার (২৮ জানুয়ারি) জাপার চেয়ারম্যানের কার্যালয় বনানীতে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অন্যদিকে, আজ বেলা পৌনে একটার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হককে বহিষ্কার ঘোষণা করেন। নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন তিনি।
বিষয়টি নিয়ে মুজিবুল হক বলেন, প্রতিটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব।
মুজিবুল হক বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জি এম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।
মুজিবুল হক বলেন, ‘আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।’
এএম/