বার্সেলোনার দায়িত্ব নিতে চান আরেক সাবেক খেলোয়াড়
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হেরে বার্সেলোনাকে বিদায় জানানোর ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। মৌসুম শেষেই বার্সা থেকে চলে যাবেন তিনি।
জাভির বিদায়ের পর কাতালান ক্লাবটির দায়িত্ব নিতে চান বার্সেলোনার সাবেক খেলোয়াড় রাফায়েল মার্কেজের কাছে।
এই মুহূর্তে বার্সেলোনা ‘বি’ দলের কোচ মেক্সিকান সাবেক ডিফেন্ডার মার্কেজকে। বার্সেলোনার কোচের দায়িত্ব তিনি নিতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নিশ্চিত করেই আমি (বার্সেলোনার মূল দলের কোচ হওয়ার জন্য) তৈরি হতে থাকব। আমি এখন ছেলেদের নিয়ে যে কাজ করছি, সেটাতে খুশি।’ মার্কেজ এখানেই থামেননি। এরপর বললেন, ‘(বার্সেলোনার কোচ হতে) কে না চায়? এ ধরনের সুযোগ এলে আপনি না বলতে পারবেন না। সুযোগটা যদি আসেই, তাহলে আমি করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।’