আর্কাইভ থেকে বাংলাদেশ

এক্স ফিল্ডার গাড়ি কিনছেন হিরো আলম

সিলেটে কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছে সেখানে শ্রমজীবী ও অসহায় মানুষের কষ্টের কথা গণমাধ্যমে দেখে ত্রাণ নিয়ে সিলেট আসছেন বহুল আলোচিত হিরো আলম ।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রাণভর্তি পিকআপসহ তিনি সিলেট আসেন।

আগামীকাল শুক্রবার (২৭ মে) সকালে গোয়াইনঘাটের নন্দিরগাঁও, ফতেহপুর ইউনিয়নসহ তিনটি স্থানে এক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন হিরো আলম.।

ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে থাকবে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক পাতা নাপা ট্যাবলেট ও দুটি করে ওরস্যালাইন।

হিরো আলম বলেন, অসহায় মানুষের জন্য আমার মন সবসময় কাঁদে। তাই ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। আজ সময় চলে যাওয়ায় কাল সকাল থেকে দুপুরের মধ্যে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে চলে যাবো। সিলেটি ভাষায় রচিত দুটি গান করার ইচ্ছা আমার আছে।

সিলেট থেকে ফেরার সময় একটি এক্স ফিল্ডার গাড়ি কিনার ইচ্ছা আছে।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলেও জানান হিরো আলম।।

এ সম্পর্কিত আরও পড়ুন