আর্কাইভ থেকে এশিয়া

রক্তাক্ত মিয়ানমার, একদিনে ৩৮ জন নিহত

মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সেনা-পুলিশের গুলিতে একদিনে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া এলাকায় বিক্ষোভে সেনা-পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২১ জন।

বিবিসি জানায়, ইয়াংগনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। বিক্ষোভকারীরা এদিন লাঠি ও ছুরি নিয়ে এসেছিলেন।

হ্লাইং থারিয়ার এলাকায় চীনের অনেকগুলো কারখানা রয়েছে। বিক্ষোভকারীরা সেগুলোতে হামলা চালাতে পারেন আশঙ্কায় মিয়ানমার সেনাবাহিনী সেখানে সামরিক আইন জারি করেছে।

বিক্ষোভকারীরা মনে করেন, মিয়ানমার সেনাবাহিনীকে চীন সমর্থন দিচ্ছে। তবে বেইজিং সরকার এই গুঞ্জন ‍অস্বীকার করেছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার হ্লাইং থারিয়ার এলাকায় বিক্ষোভের ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার সময় বিক্ষোভকারীদের অনেককে ঘরে বানানো ঢাল ধরে থাকতে ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে। সেখানে কালো ধোঁয়ার আস্তরণও দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে ওই এলাকার দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন