নেইমারের ক্লাবের বিপক্ষে মাঠে নামছে মেসিরা
রিয়াদ সিজন কাপের ম্যাচে নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে মাঠে নামছে মাঠে নামছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি।
ম্যাচটি শুরু হবে আজ সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২ টায়।
যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না দলটির সব থেকে বড় তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন মেসি, বুসকেটস, আলবা, সুয়ারেজরা।
সৌদি আরবে মেসির ইন্টার মায়ামি আরও একটি ম্যাচ খেলবে। ওই ম্যাচে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।