আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ শেষ হচ্ছে হজের নিবন্ধন

সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধনের শেষ দিন আজ। হজ সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা থাকবে আজ শনিবার (২৮ মে)।

শুক্রবার (২৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের পবিত্র হজের নিবন্ধন শেষ হবে শনিবার। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

গেলো ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করে সরকার। আগের বছরের চেয়ে প্রায় লাখ টাকা বাড়িয়ে সর্বনিম্ন খরচ ধরা হয় ৪ লাখ ৬২ হাজার টাকা। পরে ২৬ মে ৫৯ হাজার টাকা বাড়িয়ে নতুন করে হজ প্যাকেজ ঘোষণা করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। এতে যোগ করা হয় সৌদি মোয়াল্লেম ফি। 

আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। 

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে আগামী ৮ জুলাই।

এ সম্পর্কিত আরও পড়ুন