আর্কাইভ থেকে বাংলাদেশ

স্থ‌গিত হলো ঢাকা-দিল্লি যৌথ পরামর্শ সভা

বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা সোমবার (৩০ মে) নয়া দি‌ল্লি‌তে অনুষ্ঠিত হওয়ার কথা থাক‌লেও শেষ মুহূ‌র্তে এসে তা স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ত‌বে জুন মা‌সেই এ সভা অনুষ্ঠিত হবে। 

আজ শনিবার (২৮ মে)পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্যতটি নি‌শ্চিত ক‌রে‌ন।

তিনি  জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাপ ক‌রে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন বৈঠক এখন কর‌বেন না। এটা‌কে আমি ঠিক স্থ‌গিত বলব না, ক‌য়েকটা দিন প‌রে হ‌বে। ত‌বে জে‌সি‌সি বৈঠক জুন মা‌সেই হ‌বে। 

সচিব মাশফি ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী গৌহাটিতে নদী বিষয়ক বৈঠক শেষ ক‌রে ঢাকায় ফির‌বেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ সভায়। একইসঙ্গে আশা করা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের বিষয়টিও চূড়ান্ত হবে এ সভা থেকে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন