ভারতের বিশিষ্ট ইমামমের বিরুদ্ধে ফতোয়া ও প্রাণনাশের হুমকি
ভারতের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেয়ায় ভারতবর্ষের ইমামদের সংগঠন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. ইমাম উমর আহমেদ ইলিয়াসিকে প্রাণনাশের হুমকি ও তার বিরুদ্ধে ফতোয়াজারি করেছে উগ্রবাদী গোষ্ঠী।
গেলো বুধবার (২৪ জানুয়ারি) এ বিশিষ্ট ইমাম এর বিরুদ্ধে ফতোয়াজারি করা হয়।কিন্তু ২২ জানুয়ারি থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় দেখা গেছে। এমন ঘটনাও যে ঘটতে পারে তা অনেকে কল্পনাও করতে পারছেন না। তবে ওই ইমামের ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রশংসা করেছেন অনেকে ভারতবাসী।
ড. ইমাম উমর আহমেদ ইলিয়াসি বলেন, একজন প্রধান ইমাম হিসেবে তিনি (দেবতা) রামের জন্মভূমি তীর্থক্ষেত্রের আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি দু’দিন চিন্তা করি। এরপর ধর্মীয় সম্প্রীতির কথা ভেবে দেশের জন্য অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, যারা তাকে ভালবাসেন, দেশকে ভালবাসেন তারা ইনশাআল্লাহ তাকে সমর্থন করবেন। অন্যদিকে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যারা তাকে ঘৃণা করেন তাদের সম্ভবত পাকিস্তানে চলে যাওয়া উচিত। তিনি সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়েছেন, কোনও অপরাধ করেননি। তিনি ক্ষমা চাইবেন না বা পদত্যাগ করবেন না। হুমকিদাতারা যা খুশি তাই করতে পারেন।
প্রসঙ্গত, গেলো ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।