বাংলাদেশ

জেলেও যেতে হতে পারে ড. ইউনূসকে, আশংকা আইনজীবীর

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে জেলে অথবা রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন তিনি।

ব্যারিস্টার মামুন বলেন, উনাকে (ড. ইউনূস) আমি বলেছি, আপনাকে জেলে যেতে হতে পারে। পুলিশে নেবে, এমনকি রিমান্ডেও নিতে পারে।

জবাবে ইউনূস বলেছেন, তিনি দরিদ্র মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছি। এজন্য যে প্রতিকূল পরিস্থিতিই আসুক তা হাসিমুখে মেনে নেব। পিছপা হবেন না।

এদিকে শ্রম আইনের মামলায় দণ্ডিত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্থায়ী জামিন দেয়নি শ্রম আপিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে শ্রম আপিল ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ আদেশে এই কথা জানান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন