আন্তর্জাতিক

গাজার পরিস্থিতি নিয়ে কাঁদলেন ডব্লিউএইচও প্রধান

দখলদার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে কেঁদে ফেলেন তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি যে যুদ্ধ কোনো সমাধান আনে না। যুদ্ধ ঘৃণা, যন্ত্রণা আর ধ্বংস ডেকে আনে।’

রাজনৈতিকভাবে ফিলিস্তিন সংকট সমাধানের আহ্বান জানিয়ে গেব্রেয়াসুস বলেন, ‘আমি মনে করি আপনারা সবাই দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলেছেন। আশা করি সত্যিকারের সমাধানের মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে।’

বক্তব্যের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, গাজার যে পরিস্থিতি তা বলার মতো না। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়।

গেলো ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে হামাস। জিম্মি করে নিয়ে যায় ২৪২ জনকে। প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় তীব্র আকাশ হামলা শুরু করে ইসরায়েল। পরে স্থল অভিযান শুরু করে দখলদার দেশটি, যা এখনও অব্যাহত আছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজার অর্ধেকের বেশি বাড়িঘর-স্থাপনা ধ্বংস হয়েছে। চার মাসের মতো চলা যুদ্ধের কারণে সেখানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন