জাতীয় পার্টি

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে পুলিশ  ঘটনাস্থলে এসে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের কারখানার ভিতরে নিয়ে যায়।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০ টার দিকে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দেয়। পরে আন্দোলনরত শ্রমিকরা কারখানার  ভিতর থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে মহাসড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। এ সময় পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। শিল্প পুলিশ গাজীপুরের  ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে কারখানার ভিতরে নিয়ে যায়। কারখানার কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের কাছে ফিরিয়ে নিতে চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে আমাদের কারখানায় গত তিন বছরেও শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক মাস আগে শ্রমিকরা আন্দোলন করে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বেতন কাঠামো নির্ধারণ করে দেয়। পোশাকসহ অন্যান্য কারখানাগুলো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন করে। নিয়ম অনুসারে চলতি মাসের জানুয়ারিতে বাড়তি বেতন দেয়ার হয়েছে। পোশাক শ্রমিকরা বাড়তি বেতন পেলেও আমরা বাড়তি বেতন পায়নি । সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরেই কারখানার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। ৩১ জানুয়ারির মধ্যে বাড়তি বেতন বৃদ্ধির ঘোষণা দেয়াড় কথা থাকলেও নানা তালবাহানা শুরু করে। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে আসলে বেতন বৃদ্ধির ঘোষণা না দেয়ায় কর্ম বিরতি দিয়ে আন্দোলন শুরু করে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কারখানার কর্তৃপক্ষ এই বিষয়ে কোন কথা বলতে চান না।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন