হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সিলেট অঞ্চলে সকাল থেকেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিতরণে কোনো প্রভাব পড়বে না। বললেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার (২৯ মে)সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
১২টা ৯৯ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ছাড়াও ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছেন,তবে কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ।
এসআই/