ফুটবল

নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ৯ ফেব্রুয়ারি

গোপালপুর উপজেলার রামপুর চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলা কমান্ডার নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টের আয়োজক চতিলা যুব সংঘ। নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টুর্নামেন্ট উদ্বোধন করেন গোপালপুর সরকারি কলেজের সাবেক জি এস আলহাজ্ব মারুফ হাসান জামী। এরই মধ্যে খেলা সব রাউন্ড শেষ হয়ে ফাইনালের অপেক্ষা।

টুর্নামেন্টে গোপালপুর, ভুয়াপুর, ঘাটাইল ও ধনবাড়ি উপজেলা থেকে মোট ১৬ দল অংশগ্রহণ করে। শেষ সেমিফাইনাল খেলা হয় ৩০ জানুয়ারি, ২০২৪।

এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি, শুক্রবার। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) সংসদ সদস্য ছোট মনির।

এ সম্পর্কিত আরও পড়ুন