মালয়েশিয়ায় বাংলাদেশিসহ শতাধিক অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।
গেলো বুধবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত দুইটায় এ অভিযান শুরু করে মালয়শিয়ার অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে এসব অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য নেয়া হয়। পরে পুলিশ ওই এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অভিযোগের সত্যতা পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকদের মধ্যে কয়েকজন অভিবাসী খুচরা পণ্যের দোকান চালাত এবং ওইসব এলাকার অ্যাপার্টমেন্টে থাকা বিদেশি গ্রাহকদের চাহিদা মেটাতে নিজ দেশ থেকে পণ্য এনে বিক্রি করত।
প্রাথমিকভাবে কতৃপক্ষ জানিয়েছে,আটক অভিবাসীদের বৈধ ভ্রমণ নথি ছিল না।
উল্লেখ্য, ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।