বিপিএলে প্রথম জয় পেলো মাশরাফি বিহীন সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম জয়ের দেখা পেলো সিলেট সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ ম্যাচে হারের পর ষষ্ঠ ম্যাচে এসে সিলেট জিতলো নিয়মিত অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে। অধিনায়কের দায়িত্ব পেয়ে মোহাম্মদ মিঠুন দুর্দান্ত ঢাকার বিপক্ষে দলকে সামনে থেকে জয়ের নেতৃত্ব এনে দিয়েছেন ১৫ রানের অধরা জয়।
খেলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ১২৭ রানে আটকে যায় দুর্দান্ত ঢাকা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শামসুর রহমান শুভ। এরপর মাত্র ৩ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত ও রানের খাতা খোলার আগে ফিরে জাকির হাসানও।
১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলা সিলেটের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে ৫৭ রান। ৩২ বলে ৩২ রানে সামিত আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মিঠুন। ঢাকার বিপক্ষে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ১৪২ রানের সংগ্রহ পায় সিলেট।
জবাবে খেলতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারে ৬ বলে ২ রান করে বোল্ড আউট হন নাঈম শেখ। এরপর ৯ বলে ১৩ রান করে ফিরে যান সাইম আইয়ুব।
দুই ওপেনারের বিদায়ের পর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ১৯ বলে ১৭ রান করে সাইফ রান আউট হলে, ১৮ বলে ২০ রান করে ফিরে যান অজি ব্যাটার রোস। ৯ বলে চার রান করে ইরফান শুক্কুর।
সপ্তম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হাসান সৈকতকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।
গুলবাদিন নাইব ১৮ বলে ১২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে রাজধানীর দলটি। এরপর আরাফাত সানি (২) ও শরিফুল ইসলাম (৫) আউট হলেও ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদ। শেষ ওভারের চার বলে তাসকিন ১৫ রান তুললেও হার এড়াতে পারে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।