আর্কাইভ থেকে বাংলাদেশ

সেদিন কি ঘটেছিলো তা সবার জানা দরকার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহারণ শেষ হয়েছে ঠিকই কিন্তু এটি নিয়ে আলোচনা যেনো শেষই হচ্ছে না। কে জিতলো কে হারলো তার চেয়ে এবার স্টেডিয়ামের বাহিরে ঘটে যাওয়া আপত্তিকর ঘটনা নিয়ে উয়েফাকে তদন্তের অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। 

ফাইনালের আগে স্টেডিয়ামের বাহিরে লিভারপুল ভক্তদের উপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে ফরাসি পুলিশ। সমর্থকদের উপর এমন ব্যবহারে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফরাসি পুলিশ। যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী নাদিন ডোরিস বলেছেন, যেসব কারণে ফাইনালে বিলম্ব হয়েছে তা উদ্বেগজনক। 

এদিকে, ইউরোপ ফুটবলের গভর্নিং বডি উয়েফা জানিয়েছে, তারা বিষয়গুলো নিয়ে খুব দ্রুত পর্যালোচনা করবে। ফরাসি ক্রীড়া মন্ত্রণালয় উয়েফা, ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন, পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ডেকেছে।

তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় ব্রিটিশ সমর্থকদেরও দোষ দিয়েছেন। তিনি বলেছেন, হাজার হাজার সমর্থক টিকেট ছাড়া এসেছিল এবং জোর করে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিল।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন