শেষ সময়ে ঝড় তুলে খুলনাকে হারালো বরিশাল
টান টান উত্তেজনার ম্যাচে শেষ সময়ে মিরাজ শোয়েবের ব্যাটে ঝড় তুলে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিপিএল এর এবারের আসরে ১৯ তম ম্যাচে সিলেটে মুখোমুখি হয় খুলনা টাইটানস ও ফরচুন বরিশাল। এ জয়ে পয়েন্ট টেবিলের ৫ এ উঠে আসলো বরিশাল।
২৩ বলে ৫৫ রানের ম্যাচ উইনিং পার্টারশিপ গড়ে বরিশালকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদি মিরাজ ও শোয়েব মালিক।
জয়ের জন্য শেষ ২ ওভারে বরিশালের দরকার ছিল ২৭ রান। এসময়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অলরাউন্ডার মেহেদি মিরাজ। তার তিন ওভার বাউন্ডারিতে লক্ষ্য নাগালে আনে বরিশাল। এরপরে বাকি কাজ সারেন শোয়েব মালিক।
ফলে আসরের তৃতীয় জয়ের দেখা পায় বরিশাল।
এর আগে খুলনার বিপক্ষে রান তাড়া করতে নেমে, দলীয় মাত্র ৭ রানেই ইনফর্ম ওপেনার আহমেদ শেহজাদের উইকেট হারায় বরিশাল। চাপে পড়ে আরেক ওপেনার তামিমও সেভাবে ব্যাট চালাতে পারছিলেন না।
ধীরগতির ইনিংসে তিনি ১৮ বলে ২০ রান করে ফেরেন। সৌম্য সরকারও বল অনুযায়ী স্ট্রাইকরেট বাড়াতে পারেননি। তার ব্যাটে আসে ২৩ বলে ২৬ রান। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও একই পরিণতি বরণ করেছেন। তিনি করেন ২৫ বলে ২৭ রান।
খুলনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন আরেক পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। এছাড়া একটি করে শিকার ধরেন নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
ব্যাটিংয়ে ঝড় তোলা শোয়েব মালিক ৪১ (২৫ বল) ও মেহেদি মিরাজ করেন ৩১ রান (১৫ বল)। ম্যান অব দ্যা ম্যাচ হন শোয়েব মালিক।