কাছাকাছি গিয়েও সেমিতে ঠাঁই হলো না বাংলাদেশের
পাকিস্তানকে টপকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিততে হতো ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। ৩৫.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৫০ রান হাতে ছিলো মাত্র একটি উইকেট। তবে এর পরের বলেই বোল্ড হয়ে যান মারুফ মৃধা। আর ৫ রানে হেরে কাছাকাছি গিয়েও সেমিফাইনালে ঠাঁই হলো না বাংলাদেশের। শনিবার (৩ ফেব্রুয়ারি) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ১৫৫ রানেরই গুটিয়ে যায় পাকিস্তান। সেমিফাইনালে উঠতে ৩৯ ওভারের মধ্যে এই লক্ষ্য ভেদ করতে হবে এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে টাইগাররা। কিন্তু ৩৫ দশমিক ৫ ওভারেই ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ। এতে ৫ রানের জন্য বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজের প্রতিনিধিদের।