আইন-বিচার

হত্যা মামলায় পলাতক ডাক্তার বিবাড়িয়ায় গ্রেপ্তার

হত্যা মামলায় পলাতক আসামি ডাক্তার সবুজ কুমার দাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এর আগে গেলা শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ জেলার বিবাড়িয়া এলাকায় তিনি গ্রেপ্তার হন। ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ডা. সবুজ কুমার দাস বরগুনার বামনা উপজেলার সুন্দরবন হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার বামনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় ওই মামলা করা হয়েছিল।

প্রসঙ্গত, গেলো (১৫ জানুয়ারি) ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মো. রেজাউল ইসলাম ও মাঈনউদ্দীন মঈনের মালিকানাধীন সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারে - আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার দাসের ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।

পরে (১৬ জানুয়ারি) এই ঘটনায় প্রসূতি মেঘনার বাবা ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় মামলা করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা বলেন, শুক্রবার র‌্যাবের অভিযানের সময় ডা. সবুজ কুমার দাস গ্রেপ্তার হন। পরে শনিবার তাকে বামনা থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে উঠানো হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন