এলিসনের হাস্যকর ভুলে লিভারপুলের হার
নিজেদের অর্ধ থেকে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস বল বাড়ান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির উদ্দেশ্যে। বলটি পড়ে ভ্যান ডাইকের সামনে। মার্টিনেল্লি যেন বলের কাছে যেতে না পারে সে জন্য গায়ে গায়ে লেগে থাকেন ভ্যান ডাইক।
এর মধ্যেই ডিবক্স থেকে বেড়িয়ে আসেন লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকার। তবে এগিয়ে এসে কীভাবে যেন তিনি বলের স্পর্শ পেলেন না। বাউন্স খেয়ে বলটি কিছুটা দিক পরিবর্তন করে চলে যায় মার্তিনেল্লির কাছে। দর্শক হয়ে মার্তিনেল্লির গোল দেখতে হয় এলিসন ও ভ্যান ডাইককে।
সমতায় থাকা ম্যাচটি এলিসনের এমন হাস্যকর ভুলে হেরে যায় লিভারপুল। পিছিয়ে পড়ার পর যখন আক্রমণের গতি বাড়ায় লিভারপুল তখন যোগ করা সময়ে আবারও ব্যর্থ হয় এলিসন। মাঝমাঠে বল পেয়ে বিনা বাধায় ডি-বক্সে এগিয়ে যান বেলজিয়ান ফরোয়ার্ড ত্রোসারে। ডি-বক্স থেকে তার শট ব্রাজিলিয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায় জালে।
লিভারপুলের পাওয়া একমাত্র গোলটিও এসেছে লিভারপুলের কাছাকাছি মানের ভুল থেকেই। ডি-বক্সের ভিতরে তালগোল পাকিয়ে লিভারপুলকে আত্মঘাতী গোল উপহার দেন মার্তিনেল্লির গোলে সাহায্য করা গ্যাব্রিয়েল মাগালাইস।
ভুলে ভরা এই ম্যাচটি লিভারপুল হেরেছে ৩-১ ব্যবধানে। ম্যাচে প্রথম গোলটি আসে বুয়ো সাকার পা থেকে।
এই হারের পরও অবশ্য ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল।