ক্রিকেট

ঢাকাকে ৫ উইকেটে হারালো সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। খেলায় ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

বুধবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৪ বলে ৪ রান করে ফেরেন সাব্বির হোসেন। তৃতীয় উইকেটে নাঈম শেখ ও সাইফ হোসেন মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৩২ বলে ৪১ রান করে আউট হন সাইফ হাসান।  এরপ ২৯ বলে ৩৬ রান করে ফিরে যান নাঈম।

৫ রান করে আউট হন অজি ব্যাটার অ্যালেক্স রোস। ১৩ বলে ১০ রান করে ফিরে যান সাইম আইয়ুব। ১০ বলে ৮ রান করে ফেরেন ইরফান শুক্কুর।

শেষদিকে লাসিথ ক্রসপুলের ১২ রান এবং তাসকিন আহমেদের ৬ রানে ভর করে ১২৪ রানের সংগ্রহ পায় দুর্দান্ত ঢাকা।

সিলেট স্ট্রাইকার্সে হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা।

জবাবে খেলতে নেমে শুরুতে ২ বলে শূন্য রান করে ফিরে যান সামিত প্যাটেল এবং ৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন হ্যারি টেক্টর।  তিনে ব্যাট করতে নামা নাজমুল হাসান শান্তর সাথে জুটি করতে পারেননি জাকির হাসানও।  ৯ বলে ৮ রান করেই আউট হয়ে যান জাকির।

এরপর ১২ বলে ১৭ রান করে আউট হন মোহাম্মদ মিথুন। ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন শান্তও।  সপ্তম উইকেটে বেনি হাওয়েলকে ও রাইয়ান বার্ল মিলে জয় এনে দেয় সিলেটকে।  হাওয়েলের করেন ৩০ রান এবং রাইয়ান বার্লে করেন ২৯ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন