বাংলাদেশ

তেজগাঁওয়ে ক্রেন থেকে কন্টেইনার পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার তেজগাঁও স্টেশনের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলাকালনি অবস্থায় ক্রেন থেকে কন্টেইনার পড়ে দুর্ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১জনের মৃত্যুর খবর জানা গেছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তেজকুনীপাড়া রেলকলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝে এই ঘটনা ঘটে।  মৃত শ্রমিকের নাম শামীম।  শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মহসিন।

শামীমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা।

শিল্পাঞ্চল থানার ওসি জানান, যে ব্যক্তি মারা গেছে তিনি তাদের শ্রমিক। তার দায়িত্ব তাদেরই। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

তেজগাঁও জোনের ডিসি এইচ এম আজিমুল হক জানান, ভুল সংকেতের কারণে কন্টেইনার পড়ে গিয়ে একজন শ্রমিক মারা গেছেন।  কন্টেইনারটি যখন  নিচে রাখে তখন নিচে থাকা শ্রমিক মারা যায়। এ বিষয়ে জানার জন্য একজনকে থানায় আনা হয়েছে।  তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  কোনও ভুল ভুলবুঝার কারণ নেই। গুজবে কান দেয়া যাবে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন