বিয়ে নিয়ে দ্বন্দ্ব, দ্বিতীয় স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
নওগাঁর মহাদেবপুরে গ্যাস ট্যাবলেট সেবনে স্বামী-স্ত্রী'র মৃত্যু হয়েছে।হাসপাতালে নিয়ে আসার পর দুজনের অবস্থা খুব গুরুতর ছিলো। গেলো বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন ও তার স্ত্রী গোলাপি।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সুমনের প্রথম স্ত্রীর নাম খাদিজা। তাকে না জানিয়েই গত এক সপ্তাহ আগে গোলাপি নামে আরেক মেয়েকে বিয়ে করে সুমন। গত মঙ্গলবার খাদিজা তার বাবার বাড়ি গেলে এ সুযোগে ছোট বউ গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন সুমন।
এর পর বুধবার বিকেলে খাদিজা বাড়ি আসার পর থেকেই ঝগড়া চলছিল। রাতেই তারা এক সঙ্গে খাবারও খায়। রাত ৯টার দিকে সুমন ও গোলাপি গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা জানতে পেরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমন মারা যায়।
নওগাঁ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবু আনসারি গণমাধ্যমে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর দুজনের অবস্থা খুব গুরুতর ছিলো। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল থেকে রেফার্ড করার প্রক্রিয়া করা হলেও রোগীর স্বজনরা অন্যত্র নিতে অপরগতা জানালে পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, কি কারণে এমন হলো তা তদন্ত করা হচ্ছে।
এএম/