আর্কাইভ থেকে বাংলাদেশ

অবৈধভাবে চাল মজুদের দায়ে ২ রাইস মিলকে জরিমানা

অতিরিক্ত চাল মজুদের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি রাইস মিলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার  (৩ জুন) আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল হকের ভ্রাম্যমাণ আদালত এমবি এগ্রো-৩ রাইস মিলকে ২০ হাজার এবং এমবি এগ্রো-২ কে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

মো.আশরাফুল হক জানান, অতিরিক্ত চাউল মজুদ করে রাখার খবর পেয়ে শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা এলাকার এমবি এগ্রো-৩ রাইস মিলে গিয়ে ২২ হাজার কেজি এবং এমবি এগ্রো-২ ৭ হাজার ৫০০ কেজি অতিরিক্ত চাউল পাওয়া যায়।

অতিরিক্ত মজুদের বিষয়টি তাৎক্ষনিকভাবে তদন্ত করে প্রমাণ পাওয়ায় এমবি এগ্রো-৩ এবং এমবি এগ্রো-২ এ দুটি রাইস মিলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন